ক্লাউড অথবা ক্লাউড কম্পিউটিং কি ?
ক্লাউড হচ্ছে অনেক গুলো সার্ভার এর রিসোর্স যেমন হার্ডওয়ার নেটওয়ার্ক এর মাধ্যমে সম্মেলিত ভাবে তৈরি করা একটি সার্ভিস । এক কথায় বলতে গেলে অনেক গুলো টেকনলোজি কে কাজে লাগিয়ে তৈরি করা একটি বিশেষ পরিষেবা। আমরা কিছু উদাহারন এর মাধ্যমে বোঝার চেস্টা করি, যেমন একটি ডেডিকেটেড সার্ভার তৈরি করতে গেলে কম্পিউটার, হার্ডডিক্স, র্যাম, প্রসেসর এগুলোর প্রয়োজন হয়। এসব যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি হয় একটি ডেডিকেটেড সার্ভার । কিন্তু ক্লাউড হচ্ছে অনেকগুলো ডেডিকেটেড সার্ভার বা রিসোর্স ব্যবহার করে তৈরি করা একটি সুপার সিস্টেম। এক্ষেত্রে নিদিষ্ট কোন যন্ত্রাংশের সমস্যা হলে আপনার সার্ভার ডাউন হবে না ।
ইতিহাস
ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ সাল থেকে। তবে ২০১০ সালে The Rackspace এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার শুরু করে। এর পর থেকেই ক্লাউড কম্পিউটিং অথবা ক্লাউড সার্ভার জন সাধারণের হাতের মুঠোয় আসতে শুরু করে।
ভিপিএস এবং ক্লাউড এর মাঝে পার্থক্য :
ভিপিএস :
১। ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হচ্ছে একটি নিদিষ্ট ডেডিকেটেড সার্ভার থেকে তৈরি করা নির্দিষ্ট কিছু রিসোর্স
২। মাদার হোস্ট সিস্টেম ডাউন হলে ভিপিএস ডাউন হয়ে যাবে
৩ ভিপিএস খুব সহজে ক্রেশ হয়ার সম্ভবনা থাকে ।
ক্লাউড:
১। ক্লাউড হচ্ছে অনেক গুলো রিসোর্স একত্রিত করে তৈরি করা একটি সুপার সিস্টেম ।
২। ক্লাউড ইনভাইরনম্যান্ট অনেক রিসোর্স এর সমন্বয়ে তৈরি হওয়ার কারনে আপনার ক্লাউড সার্ভিস ডাউন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে
৩। ক্লাউড সিস্টেম যেহেতু একটি নিদিষ্ট হার্ডওয়ার এর উপর চলে না তাই ইহা ক্রাশ হওয়ার সম্ভবনা একেবারেই কম ।
যে কারনে অথবা যারা ক্লাউড ব্যবহার করবেন ?
১। যে সকল গ্রাহক এর রুট কন্ট্রোল প্রয়োজন তারা ক্লাউড ব্যবহার করতে পারেন।
২। ই কমার্স সাইট এর জন্য ভালো ট্রাফিক এবং স্মুথ সার্ভিস পাওয়ার জন্য আপনি ক্লাউড ব্যবহার করতে পারেন।
৩। এপ্লিকেশন নির্ভর সার্ভিস এর জন্য ক্লাউড সার্ভিস ব্যবহার করা যাবে
৪। ক্লাউড এর সর্বোচ্চ গতি এবং সার্ভিস এর উচ্চ মান এর বিষয়ে আপনাকে সর্বদা নিশ্চয়তা প্রদান করবে ।
৫। সার্ভার এর ডাউন টাইম এড়াতে আপনার ক্লাউড ব্যবহার করা উত্তম।
৬। সিকিউর সার্ভার ইনভাইরোনমেন্ট
৭। প্রয়োজন মত ডাটা সেন্টার লোকেশন সিলেক্ট করা যায়।
৮। ই কমার্স , PHP এপ্লিকেশন, ওয়ার্ডপ্রেস, নিউজ পেপার, ব্লগিং, এফিলিয়েট , শিক্ষা, গবেষণা ডেভলাপম্যান্ট সহ সকল সাইটের জন্য ক্লাউড সার্ভিস ব্যবহার করা যাবে।
৯। আনলিমিটেড সাইট হোস্ট করার সুবিধা পাওয়া যায়।