Which documents are required for a .BD domain

কোন .BD ডোমেইনের জন্য কোন ডকুমেন্ট দরকার? সম্পূর্ণ গাইডলাইন

 

বাংলাদেশে .BD ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় কোন এক্সটেনশনের জন্য কোন ডকুমেন্ট দরকার এটা অনেকেই পরিষ্কারভাবে জানেন না। BTCL-এর অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী প্রতিটি এক্সটেনশনের ডকুমেন্টেশন আলাদা, তাই ভুল কাগজ জমা দিলে আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে।
এই আর্টিকেলে আমরা দেখব .BD, .COM.BD, .ORG.BD, .EDU.BD, .GOV.BD, .MIL.BD সহ সব ডোমেইনের জন্য কোন ডকুমেন্ট প্রয়োজন, কারা আবেদন করতে পারে, আর কোন ক্ষেত্রে কোন কাগজ বাধ্যতামূলক।

.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট (ডোমেইন-টাইপ অনুযায়ী)

নীচের তালিকায় প্রতিটি .BD এক্সটেনশন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আলাদা করে দেওয়া হয়েছে

১. .BD ডোমেইন

সাধারণ ব্যক্তি বা যেকোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারে

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (NID) দিয়েই নেওয়া যাবে

২. .COM.BD ডোমেইন

যেকোন ব্যবসা প্রতিষ্ঠান, ব্র্যান্ড, কোম্পানির জন্য সবচেয়ে জনপ্রিয় এক্সটেনশন

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • বৈধ যেকোন ট্রেড লাইসেন্স বা TIN সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট, বা ইনকরপোরেশন সার্টিফিকেট বা সরকারী যেকোন সার্টিফিকেট
  • প্রতিষ্ঠানের মালিক বা প্রতিনিধির NID
  • প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল না থাকলে ও অন্য কোন প্রতিনিধির নামে ডোমেইন নিলে অথরাইজেশন লেটার > ডাউনলোড স্যাম্পল অথরাইজেশন ক্লিক করুন এখানে

৩. .NET.BD ডোমেইন

আইটি প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, নেটওয়ার্ক কোম্পানি সাধারণত ব্যবহার করে থাকে

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • বৈধ যেকোন ট্রেড লাইসেন্স বা TIN সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট, বা ইনকরপোরেশন সার্টিফিকেট বা সরকারী যেকোন সার্টিফিকেট
  • প্রতিষ্ঠানের মালিক বা প্রতিনিধির NID
  • প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল না থাকলে ও অন্য কোন প্রতিনিধির নামে ডোমেইন নিলে অথরাইজেশন লেটার > ডাউনলোড স্যাম্পল অথরাইজেশন ক্লিক করুন এখানে

৪. .ORG.BD ডোমেইন

অলাভজনক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, এনজিও বা সংগঠনের জন্য

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • NGO Affairs Bureau / Society Registration Certificate বা বৈধ যেকোন ট্রেড লাইসেন্স বা TIN সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট, বা ইনকরপোরেশন সার্টিফিকেট বা সরকারী যেকোন সার্টিফিকেট
  • প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল না থাকলে ও অন্য কোন প্রতিনিধির নামে ডোমেইন নিলে অথরাইজেশন লেটার > ডাউনলোড স্যাম্পল অথরাইজেশন ক্লিক করুন এখানে
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির NID

৫. .EDU.BD ডোমেইন

কোচিং, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় ইত্যাদির জন্য ব্যবহার করা হয়

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • শিক্ষা মন্ত্রণালয় / বোর্ড / UGC অনুমোদনপত্র বা বৈধ যেকোন ট্রেড লাইসেন্স বা TIN সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট, বা ইনকরপোরেশন সার্টিফিকেট বা সরকারী যেকোন সার্টিফিকেট
  • প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল না থাকলে ও অন্য কোন প্রতিনিধির নামে ডোমেইন নিলে অথরাইজেশন লেটার > ডাউনলোড স্যাম্পল অথরাইজেশন ক্লিক করুন এখানে
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির NID

৬. .AC.BD ডোমেইন

একাডেমিক রিসার্চ প্রতিষ্ঠান বা উচ্চশিক্ষা সম্পর্কিত সংগঠন

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • সরকার বা UGC রিকগনিশন সংক্রান্ত ডকুমেন্ট (অবশ্যই লাগবে)
  • বৈধ যেকোন ট্রেড লাইসেন্স বা TIN সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট, বা ইনকরপোরেশন সার্টিফিকেট বা সরকারী যেকোন সার্টিফিকেট
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির NID

৭. .GOV.BD ডোমেইন

সরকারি দপ্তর, সরকারি প্রকল্প, মন্ত্রণালয় ও অধিদপ্তরের জন্য

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • সরকারি দপ্তরের অফিসিয়াল অনুমোদনপত্র

  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেটারহেডে আবেদন

  • কর্মকর্তার NID

  • GO Letter / Office Order কপি

৮. .MIL.BD ডোমেইন

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানের জন্য

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বাহিনীর অনুমোদনপত্র

  • দায়িত্বশীল কর্মকর্তার অফিসিয়াল ID

৯. .INFO.BD ডোমেইন

নিউজ পোর্টাল, তথ্যভিত্তিক ওয়েবসাইট, ব্লগ ইত্যাদির জন্য।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (NID) দিয়েই নেওয়া যাবে

10.⁠ ⁠.id.BD

  • পার্সোনাল আইডেন্টিটি ডোমেইন
  • প্রয়োজন: কেবল NID

11.⁠ ⁠.ai.BD

  • AI বা ব্যক্তিগত ব্যবহার
  • ‘প্রয়োজন: কেবল NID

12.⁠ ⁠.বাংলা

  • বাংলা স্ক্রিপ্ট ডোমেইন
  • প্রয়োজন: কেবল NID

13.⁠ ⁠.sch.BD

14.⁠ ⁠.tv.BD

কেন সঠিক ডকুমেন্ট দেওয়া জরুরি?

সঠিক ডকুমেন্ট জমা না দিলে

  • আবেদন রিজেক্ট হতে পারে

  • ভেরিফিকেশন দেরিতে হতে পারে

  • ডোমেইন সাসপেন্ড হয়ে যেতে পারে

BTCL খুব নিখুঁতভাবে ডকুমেন্ট যাচাই করে, তাই প্রতিটি এক্সটেনশনের কাগজ আলাদা হওয়াই স্বাভাবিক।

  • .BD domain requirements, .BD ডোমেইন ডকুমেন্ট, BD domain registration guideline, BTCL domain guideline, .com.bd domain documents, .org.bd domain requirements, .edu.bd domain documents, .gov.bd domain registration, .net.bd domain documents, .info.bd domain, tv.bd domain documents, Bangladesh domain registration, BTCL domain documents, BD domain NID requirement, Bangladesh ccTLD guide, domain registration Bangladesh, .bd domain full guideline, বাংলাদেশ ডোমেইন গাইডলাইন, বিটিসিএল ডোমেইন রেজিস্ট্রেশন
  • 2 Users Found This Useful
Was this answer helpful?